কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা মধ্য বাজারে ভয়াবহ অ-গ্নি*কা-ন্ডের ঘটনা ঘটে। এতে ৬টি কসমেটিক্স দোকান, ২টি পেঁয়াজ-রসুনের দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কেচি সান দেওয়ার দোকান পু*ড়ে ছা-ই হয়ে যায়। রবিবার (১৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টায় অ-গ্নি*কা-ন্ডের সূত্রপাত হয়। অ-গ্নি*কা-ন্ডে ব্যবসায়ীদের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আ*গু*ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১১টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ। সকালে পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, একটি কসমেটিক্স দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অ*গ্নি*কা*ন্ডের সূত্রপাত হয় বলে আমরা ধারনা করছি।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন- আমরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করছি। সর্বোচ্চ সহযোগিতা করা হবে।