ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পারস্পরিক মিল-মহব্বতের মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট বিভাগের ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ‌‌‘গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ নভেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় জুম প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক লন্ডন প্রবাসী মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সদস্য সচিব ইউএসএ প্রবাসী মইনুল হক চৌধুরী হেলালের পরিচালনায় সভায় প্রায় ১৬টি দেশ থেকে বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

মাওলানা ক্বারি ওয়ালিউর রহমান দুভাগীর কণ্ঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের পর দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া সবাই নিজ নিজ পরিচয় ও সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত মতামত প্রকাশ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জিয়াউদ্দিন আহমদ (ইউএসএ)। বিশেষ অতিথি  ছিলেন ডা. জিন্নুরাইন জায়গীরদার (আয়ারল্যান্ড)।

এতে আরও উপস্থিত ছিলেন মইনুল ইসলাম (ইউএসএ), শাহিন কামালী (ইউএসএ), হেলিম উদ্দিন (ইউএসএ), মো. কাপ্তান হোসেন (সৌদি আরব), দেবব্রত দেব তমাল (কানাডা), মাহবুবুর রহমান চৌধুরী রনি (কানাডা), হোসেন আহমদ লনি (কানাডা), হেনু মিয়া (ফ্রান্স), মুহিব উদ্দিন চৌধুরী (ইউকে), আব্দুল মুমিন জাহেদী ক্যারল (ইউকে), মাহবুব রহমান (ইউকে) আলী হোসেন (ফ্রান্স), আলতাফুর রহমান (ফ্রান্স), মনোয়ার হোসেন মোজাহিদ (ফ্রান্স), অলি উদ্দিন শামীম (ইতালি), জুবায়ের আহমদ রুশন (ইতালি), জসিম উদ্দিন (ইতালি), শাহ আলম (ইতালি), আব্দুল বাছিত দলই (ইতালি), আলিফ আহমদ আরেফিন (ইতালি), মাহবুবুর রহমান চৌধুরী (কাতার), মালেক হারুন রশিদ (বেলজিয়াম), বিধান দেব (বেলজিয়াম), চৌধুরী আবুল কালাম আজাদ (বেলজিয়াম), আব্দুল মোজাক্কির (স্পেন), খালেদ আহমেদ (স্পেন), আছাদ আলী (স্পেন), লুতফুর রহমান সুমন (স্পেন), সেলিম আলম (স্পেন), ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন (বাংলাদেশ), আ ফ ম সিরাজুল ইসলাম শামীম (বাংলাদেশ), কেনু মিয়া (আর্জেন্টিনা), লোকমান উদ্দিন (গ্রিস), সোনাহর খান (মালয়েশিয়া), আহমেদুল কবির (মালয়েশিয়া), মো. জাকারিয়া (মালয়েশিয়া), নজরুল ইসলাম খালেদ (জার্মান), হারুনুর রশিদ (পর্তুগাল), আবদুল রায়হান (ক্যালিফোর্নিয়া), সৈয়দ নাসির জেবুল (ক্যালিফোর্নিয়া), মো. হোসেন সুলেমান (মিশিগান), সুলতান জে শরিফ (মিশিগান), আহমদ ফয়সল মুন্না (মিশিগান), আব্দুল বাসিত চৌধুরী (সুইডেন), কয়েস আহমদ (বাহরাইন), সুরমান মিয়া (বাহরাইন), সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী (বাহরাইন), মাওলানা মো. আব্দুল কুদ্দুস (ইউকে), সৈয়দ ছাদেক আহমদ (ইউকে), জুবের লস্কর, (ইউকে) শামীম আহমদ (ইউকে), দিলাল আহমদ (ইউকে), আল মামুমুনুর রশিদ (ইউকে), প্রফেসর সৈইদুর রহমান (ইউকে), আশিকুর রহমান (ইউকে), শাহিন কামালী দেলওয়ার হোসেন, দিলওয়ার মুহাম্মদ (নাপলেস, ইতালি)।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা সিলেটিদের ঐক্যবদ্ধ করতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য উল্লেখ করে সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জালালাবাদবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, মিল-মহব্বত মজবুত করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে।

তাছাড়া পারস্পরিক সম্পর্ক অটুট রাখতে প্রতিবছর সিলেটিদের নিয়ে একেক সময় একেক দেশে একটি মিলন মেলা আয়োজন করার বিষয়ে সবাই সম্মতি প্রকাশ করেন। বক্তারা এ সভা আয়োজনে উদ্যোক্তাদের প্রশংসা করে ধন্যবাদ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

পারস্পরিক মিল-মহব্বতের মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট বিভাগের ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ‌‌‘গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ নভেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় জুম প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক লন্ডন প্রবাসী মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সদস্য সচিব ইউএসএ প্রবাসী মইনুল হক চৌধুরী হেলালের পরিচালনায় সভায় প্রায় ১৬টি দেশ থেকে বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

মাওলানা ক্বারি ওয়ালিউর রহমান দুভাগীর কণ্ঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের পর দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া সবাই নিজ নিজ পরিচয় ও সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত মতামত প্রকাশ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জিয়াউদ্দিন আহমদ (ইউএসএ)। বিশেষ অতিথি  ছিলেন ডা. জিন্নুরাইন জায়গীরদার (আয়ারল্যান্ড)।

এতে আরও উপস্থিত ছিলেন মইনুল ইসলাম (ইউএসএ), শাহিন কামালী (ইউএসএ), হেলিম উদ্দিন (ইউএসএ), মো. কাপ্তান হোসেন (সৌদি আরব), দেবব্রত দেব তমাল (কানাডা), মাহবুবুর রহমান চৌধুরী রনি (কানাডা), হোসেন আহমদ লনি (কানাডা), হেনু মিয়া (ফ্রান্স), মুহিব উদ্দিন চৌধুরী (ইউকে), আব্দুল মুমিন জাহেদী ক্যারল (ইউকে), মাহবুব রহমান (ইউকে) আলী হোসেন (ফ্রান্স), আলতাফুর রহমান (ফ্রান্স), মনোয়ার হোসেন মোজাহিদ (ফ্রান্স), অলি উদ্দিন শামীম (ইতালি), জুবায়ের আহমদ রুশন (ইতালি), জসিম উদ্দিন (ইতালি), শাহ আলম (ইতালি), আব্দুল বাছিত দলই (ইতালি), আলিফ আহমদ আরেফিন (ইতালি), মাহবুবুর রহমান চৌধুরী (কাতার), মালেক হারুন রশিদ (বেলজিয়াম), বিধান দেব (বেলজিয়াম), চৌধুরী আবুল কালাম আজাদ (বেলজিয়াম), আব্দুল মোজাক্কির (স্পেন), খালেদ আহমেদ (স্পেন), আছাদ আলী (স্পেন), লুতফুর রহমান সুমন (স্পেন), সেলিম আলম (স্পেন), ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন (বাংলাদেশ), আ ফ ম সিরাজুল ইসলাম শামীম (বাংলাদেশ), কেনু মিয়া (আর্জেন্টিনা), লোকমান উদ্দিন (গ্রিস), সোনাহর খান (মালয়েশিয়া), আহমেদুল কবির (মালয়েশিয়া), মো. জাকারিয়া (মালয়েশিয়া), নজরুল ইসলাম খালেদ (জার্মান), হারুনুর রশিদ (পর্তুগাল), আবদুল রায়হান (ক্যালিফোর্নিয়া), সৈয়দ নাসির জেবুল (ক্যালিফোর্নিয়া), মো. হোসেন সুলেমান (মিশিগান), সুলতান জে শরিফ (মিশিগান), আহমদ ফয়সল মুন্না (মিশিগান), আব্দুল বাসিত চৌধুরী (সুইডেন), কয়েস আহমদ (বাহরাইন), সুরমান মিয়া (বাহরাইন), সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী (বাহরাইন), মাওলানা মো. আব্দুল কুদ্দুস (ইউকে), সৈয়দ ছাদেক আহমদ (ইউকে), জুবের লস্কর, (ইউকে) শামীম আহমদ (ইউকে), দিলাল আহমদ (ইউকে), আল মামুমুনুর রশিদ (ইউকে), প্রফেসর সৈইদুর রহমান (ইউকে), আশিকুর রহমান (ইউকে), শাহিন কামালী দেলওয়ার হোসেন, দিলওয়ার মুহাম্মদ (নাপলেস, ইতালি)।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা সিলেটিদের ঐক্যবদ্ধ করতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য উল্লেখ করে সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জালালাবাদবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, মিল-মহব্বত মজবুত করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে।

তাছাড়া পারস্পরিক সম্পর্ক অটুট রাখতে প্রতিবছর সিলেটিদের নিয়ে একেক সময় একেক দেশে একটি মিলন মেলা আয়োজন করার বিষয়ে সবাই সম্মতি প্রকাশ করেন। বক্তারা এ সভা আয়োজনে উদ্যোক্তাদের প্রশংসা করে ধন্যবাদ জানান।