মেক্সিকোতে নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। দেশটির নৌ-মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) দেশটির পশ্চিম মিচোয়াকান রাজ্যের লাজারো কার্ডেনাস বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রশান্ত মহাসাগরে অবস্থানরত তাদের একটি যুদ্ধজাহাজের ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের কিছু সময় পরেই দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তা এখনো জানা যায়নি।
ওই বিমানে ৮ জন নৌ-কর্মী অবস্থান করছিলেন। এদের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এক বিবৃতিতে বলা, বিধ্বস্ত হেলিকপ্টারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন। তল্লাশি অভিযান শুরু হয়েছে।