ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় রাফায় নিহত ৯২

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাফা শহরে ইসরায়েলি হামলায় ৯২ জন নিহত হয়েছেন। তারা একটি কিন্ডারগার্টেনে পর্যন্ত হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয়গ্রহণ করেছিলেন। রাতের ভয়াবহ হামলায় নিহতদের জন্য দোয়া করতে সকালে স্থানীয় একটি হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা।

আহমেদ বাসাম আল-জামাল নাকে এক ফিলিস্তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শিশুরা কেবল ঘুমাতে যায়। এমন সময় হঠাৎ বোমা হামলা শুরু হয়। আমার সন্তানদের মধ্যে একজন মারা গেছে। তিনজন ঘর থেকে বের হতে পেরেছিল।

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার দাবি করে দক্ষিণের রাফাহ শহরে অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এরপর থেকেই সেখানে ইসরায়েলি হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সবশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। প্রচণ্ড ঠান্ডায় মূলত তাঁবু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন।

ইয়োভ গ্যালান্ট বলেন, হামাসের খান ইউনিস ব্রিগেডকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই শহরে মিশন শেষ করব। এরপর রাফাহ শহরে অগ্রসর হব।

গত সপ্তাহে খান ইউনিস শহরে স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। শহরের সবচেয়ে বড় দুটি হাসপাতাল নাসের ও আল-আমলে পর্যন্ত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি হামলায় রাফায় নিহত ৯২

আপডেট সময় ০৩:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাফা শহরে ইসরায়েলি হামলায় ৯২ জন নিহত হয়েছেন। তারা একটি কিন্ডারগার্টেনে পর্যন্ত হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয়গ্রহণ করেছিলেন। রাতের ভয়াবহ হামলায় নিহতদের জন্য দোয়া করতে সকালে স্থানীয় একটি হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা।

আহমেদ বাসাম আল-জামাল নাকে এক ফিলিস্তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শিশুরা কেবল ঘুমাতে যায়। এমন সময় হঠাৎ বোমা হামলা শুরু হয়। আমার সন্তানদের মধ্যে একজন মারা গেছে। তিনজন ঘর থেকে বের হতে পেরেছিল।

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার দাবি করে দক্ষিণের রাফাহ শহরে অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এরপর থেকেই সেখানে ইসরায়েলি হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সবশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। প্রচণ্ড ঠান্ডায় মূলত তাঁবু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন।

ইয়োভ গ্যালান্ট বলেন, হামাসের খান ইউনিস ব্রিগেডকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই শহরে মিশন শেষ করব। এরপর রাফাহ শহরে অগ্রসর হব।

গত সপ্তাহে খান ইউনিস শহরে স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। শহরের সবচেয়ে বড় দুটি হাসপাতাল নাসের ও আল-আমলে পর্যন্ত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।