ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্ববৃহৎ মুসলিম হাইস্কুলে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে ফ্রান্স

ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম উচ্চ বিদ্যালয়ের অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা সোমবার জানান, প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর বিস্তৃত দমনপীড়নের অংশ হিসেবে ফরাসি সরকারের এমন উদ্যোগ।

জানা গেছে, বিদ্যালয়টির নাম প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েস। ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলে শহরে এর অবস্থান। ফরাসি ভূখণ্ডের প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে ২০০৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। এখানে আট শতাধিক শিক্ষার্থী রয়েছে।

তথ্য বলছে, ২০০৮ সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি করে বিদ্যালয়টি। এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়টিতে ফ্রান্সের নিয়মিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের পড়ানো হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।

চলতি বছরের অক্টোবরে বিদ্যালয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বর্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছিল, মুসলিম বিদ্যালয়টি গুরুতর প্রশাসনিক ও আর্থিক সমস্যায় ভুগছে। সেই সঙ্গে ফরাসি মূল্যবোধের সঙ্গে যায় না, এমন কিছু বিদ্যালয়ে শেখানো হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তর এমনটাই জানিয়েছে।

তবে বিদ্যালয়টির সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় অফিস থেকে এ-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাননি বলে জানান, অ্যাভেরোয়েসের প্রধান শিক্ষক এরিক দুফোর। তিনি বলেন, প্রয়োজনে প্রশাসনিক আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে।

জানা যায়, নভেম্বরের শেষের দিকে এরিক দুফোরকে শিক্ষা কমিটির এক বৈঠকে ডাকা হয়েছিল। তখন থেকেই বিদ্যালয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার শঙ্কায় ছিলেন তিনি। গেল সপ্তাহে লিলে রয়টার্সকে এরিক দুফোর বলেছিলেন, প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষায় তারা অন্য যে কোনো বিদ্যালয়ের চেয়েও বেশি কাজ করেন।

প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েসের এক অভিভাবক মোহামেদ দাউদি মনে করেন, হাইস্কুলটিতে বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত স্রেফ একটি অবিচার। দাবি করেন, মুসলিমদের প্রতি ফরাসি সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে তিনি সিদ্ধান্তটিকে দেখছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সর্ববৃহৎ মুসলিম হাইস্কুলে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে ফ্রান্স

আপডেট সময় ০১:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম উচ্চ বিদ্যালয়ের অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা সোমবার জানান, প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর বিস্তৃত দমনপীড়নের অংশ হিসেবে ফরাসি সরকারের এমন উদ্যোগ।

জানা গেছে, বিদ্যালয়টির নাম প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েস। ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলে শহরে এর অবস্থান। ফরাসি ভূখণ্ডের প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে ২০০৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। এখানে আট শতাধিক শিক্ষার্থী রয়েছে।

তথ্য বলছে, ২০০৮ সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি করে বিদ্যালয়টি। এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়টিতে ফ্রান্সের নিয়মিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের পড়ানো হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।

চলতি বছরের অক্টোবরে বিদ্যালয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বর্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছিল, মুসলিম বিদ্যালয়টি গুরুতর প্রশাসনিক ও আর্থিক সমস্যায় ভুগছে। সেই সঙ্গে ফরাসি মূল্যবোধের সঙ্গে যায় না, এমন কিছু বিদ্যালয়ে শেখানো হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তর এমনটাই জানিয়েছে।

তবে বিদ্যালয়টির সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় অফিস থেকে এ-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাননি বলে জানান, অ্যাভেরোয়েসের প্রধান শিক্ষক এরিক দুফোর। তিনি বলেন, প্রয়োজনে প্রশাসনিক আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে।

জানা যায়, নভেম্বরের শেষের দিকে এরিক দুফোরকে শিক্ষা কমিটির এক বৈঠকে ডাকা হয়েছিল। তখন থেকেই বিদ্যালয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার শঙ্কায় ছিলেন তিনি। গেল সপ্তাহে লিলে রয়টার্সকে এরিক দুফোর বলেছিলেন, প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষায় তারা অন্য যে কোনো বিদ্যালয়ের চেয়েও বেশি কাজ করেন।

প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েসের এক অভিভাবক মোহামেদ দাউদি মনে করেন, হাইস্কুলটিতে বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত স্রেফ একটি অবিচার। দাবি করেন, মুসলিমদের প্রতি ফরাসি সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে তিনি সিদ্ধান্তটিকে দেখছেন।