পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাজনীতিতে কোনো ধরনের সন্ত্রাসবাদের স্থান নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।আমরা ইমরান খান এবং তার সঙ্গে সমাবেশে গুলিবিদ্ধ সবার দ্রুত আরোগ্য কামনা করছি। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দেশটির পাঞ্জাবপ্রদেশের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে তার ওপর গুলি চালানো হয়। তার পায়ে কয়েকটি গুলি লেগেছে।
ইমরান খানের দেহে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছেন তার দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) নেত্রী ডা. ইয়াসমিন রশিদ। বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান। শুক্রবার ভোরে হাসপাতালে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের পাঞ্জাব প্রেসিডেন্ট ডা. ইয়াসমিন।