র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম বলেছেন, যেকোনো দুর্যোগের সময় মানবতার সেবায় র্যাব মানুষের পাশে আছে ও থাকবে । ঘূর্ণিঝড় সিত্রাং’র কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এসব কর্মহীন মানুষগুলোর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
তাই র্যাব ওইসব মানুষের বন্ধু হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় চিত্রাং’র ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, র্যাব দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, দেশের আভিধানিক কাজের পাশাপাশি আত্নমানবতার সেবায় কাজ করছে র্যাব। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভবিষ্যতেও র্যাবের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশে কোন জঙ্গিবাদ উত্থান ঘটাতে পারবে না, পাহাড় বা দুর্গম এলাকা যেখানেই জঙ্গিদের উত্থান হয়েছিলো, সেখানেই র্যাব তা নির্মূল করেছে।
বান্দরবনে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সহিংস চক্রকেও আটক করেছে র্যাব। পরে র্যাব মহাপরিচালক উপজেলার রাধাবল্লভ মাছঘাটে নদীতে স্পীড-বোট যোগে বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে মোট ৫ শতাধিক মানুষের অসহায় মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, চিড়া, গুড়, লবণ, আলু ও স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন,র্যাব -৮ বরিশাল রেঞ্জের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন সহ প্রমুখ।