অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এই সামরিক অভিযানে অন্তত ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ জুলাই) একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রৌব ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ ক্যাম্প ছেড়েছে গেছেন। শহরের স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে এসব বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
ডেপুটি গভর্নর বলেন, শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি বসবাস করতেন।
সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, শরণার্থীরা রাতারাতি জেনিন শিবির থেকে সরে যাচ্ছেন। অনেকে পায়ে হেঁটে রাস্তায় নেমেছেন।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলিরা বলছে যতদিন প্রয়োজন, ততদিন অভিযান চলবে।