প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে, রাশিয়ার দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের সামরিক অভিযানের অগ্রগতি ‘প্রত্যাশার চেয়ে ধীরগতিতে’ চলছে।
তিনি বিবিসিকে বলেছেন, ‘কিছু মানুষ মনে করছে এটি হলিউডের সিনেমা।
তাই তারা এখনই ফলাফল আশা করছে। ’
‘কিন্তু না, এটি হলিউড সিনেমা না। মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ’
জেলেনস্কি বলেছেন যে, ‘সামরিক অভিযান সহজ না। কারণ ইউক্রেনের দুই লাখ বর্গ কিলোমিটার এলাকায় রাশিয়ান বাহিনী মাইন পুঁতে রেখেছিল। ’
জেলেনস্কি যোগ করেছেন, অনেকে আমাদের ওপর চাপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরা যেভাবে নিজেদের সেরা মনে করি, সেভাবেই এগিয়ে যাব।
ইউক্রেনীয় নেতা মার্কিন তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে কথা বলেন। তিনি বিশ্বাস করেন যে, যুদ্ধবিমানের পাইলটরা আগস্টে প্রশিক্ষণ শুরু করতে পারবে। পরের ছয় বা সাত মাসের মধ্যে এফ-১৬ এর প্রথম চালান আসতে পারে।