ভারতের আসামরাজ্যে আগামী ৫দিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে। দক্ষিণ আসামের ৫টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রেল অ্যালার্ট জারি করা হয়েছে চিরাং, বাক্সা, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও এবং বরপেটা জেলায়।
৫ টি জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে বজ্রপাত এবং বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্ভোগ চরমে পৌঁছে যাচ্ছে। সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে জনমনে।