ঘূর্ণিঝড় বিপর্যয় শক্তি হারিয়ে রাজস্থানে প্রবেশ করে। এর আগে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাটের মাটিতে আছড়ে পড়ার সঙ্গেই তছনছ করে বহু এলাকা। বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে পড়ছে বিভিন্ন এলাকায়।
ঘূর্ণিঝড়ের তান্ডবের জেরে ২ জন নিহত ও আহত হয়েছেন ২৩ জন। এছাড়া ২৪ টি গবাদি পশু মারা গেছে ওই বিপর্যয়ের প্রভাবে। ইতিমধ্যে এনডিআরএফের তরফে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এদিকে ঝড়ের দাপটে গুজরাটের ভাবনগর জেলায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বাতাসে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গুজরাটের প্রায় ৯৪০ টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝড়ের দাপটে ৫২৪ টি গাছ উপড়ে গিয়েছে।
গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানে প্রশাসনের তরফে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হয়েছে।