মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু হয়েছে। জার্মানির আকাশে সোমবার থেকে শুরু হওয়া এ মহড়া চলবে ২৩ জুন পর্যন্ত৷
জার্মানির আকাশে ‘এয়ার ডিফেন্ডার ২৩’ নামে ওই মহড়ায় যোগ দিয়েছে ২৫টি ন্যাটোভুক্ত দেশ। এছাড়া রয়েছে সুইডেন ও জাপানের মতো সহযোগী দেশও।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনা বিরাজ করছে। এখন আবার এই মহড়ার কারণে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দূরত্ব আরও বাড়তে যাচ্ছে।
মহড়ায় ২৫ দেশের সর্বোচ্চ আড়াইশ বিমান অংশ নেবে। এর মধ্যে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ কমব্যাট এয়ারক্রাফটসহ ১০০টি বিমান রয়েছে৷ ন্যাটোর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হলো হচ্ছে এফ-৩৫৷ ন্যাটো দেশগুলোর দশ হাজারের বেশি সেনা মহড়ায় অংশ নিচ্ছেন।
মহড়ার একটি অংশ হচ্ছে এয়ারফিল্ড খালি করা। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে কী করণীয়, তা এই মহড়ায় অনুশীলন করা হবে।
এছাড়া আকাশ থেকে স্থলে থাকা সেনাদের সহায়তা করা, শত্রুর ফাইটার জেটের সঙ্গে আকাশে যুদ্ধ করা, ফাইটার বোম্বার দিয়ে মাঝারি পাল্লার মিসাইল প্রতিহত করা ইত্যাদি মহড়াও অনুষ্ঠিত হবে। শত্রুর সাবমেরিন বা জাহাজ প্রতিহত করার অনুশীলনও করবেন সেনারা।
চলমান এই মহড়াকে সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যের প্রদর্শনী হিসেবে প্রচার করছে ন্যাটো। এই মহড়ার নেতৃত্বে রয়েছে জার্মানির বিমান বাহিনী।
সূত্র : আল-জাজিরা।