প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত শাস্তি ও ইন্ধন দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) সকাল ১১ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে ৭১’র রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাবেক দপ্তর কমান্ডার তাইফুল ইসলাম বাভুল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাবেক কামাল পাঠা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তাহমিনা আক্তার বিথী সহ দুই শতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
আরও পড়ুন: “নেই নেই” নাই কোথায়?
বক্তারা অনতিবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হুমকিদাতা চাঁদ এর দৃষ্টান্তমুলক শাস্তি ও ইন্ধন দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ।
উল্লেখ্য যে, ১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়।সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন।
এরপর থেকেই দেশের সকল জায়গায় প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ২৫ মে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার হড়োগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর থেকেই তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।