বাংলা চলচ্চিত্রের ইতিহাসের বড় সংগ্রহশালা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৭ মে ২০২৩ ফিল্ম আর্কাইভের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, বিশেষ অতিথি ছিলেন ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ও সাবেক সচিব কামরুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) ড. মোঃ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। শুভেচ্ছা বকত্ব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল।
এছাড়াও আলোচক ছিলেন আব্দুল লতিফ বাচ্চু, জাতীয় গনমাধ্যম ইনষ্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনষ্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, অজয় কন্ডু, মতিন রহমান, কাজী হায়াৎ, অভিনেত্রী দিলারা জামান, শিক্ষক মশিহ উদ্দিন সাকের, কোর্স পরিচালক সারোয়ার আলম, পরিচালক মানজারে হাছিন মুরাদ, অভিনেত্রী ও পরিচালক সুচান্দা, সাবেক প্রকল্প পরিচালক আকতারুজ্জামান, চলচ্চিত্র সংশ্লিষ্ট আরো উপস্থিত ছিলেন-অভিনেত্রী দিলারা ইয়াসমিন, অঞ্জনা, রোজিনা, অভিনেত্রী পরিচালক-অরুনা বিশ্বাস, নায়ক ফেরদৌস আহমেদ, জায়েদ খান, ঝুনা চৌধুরী, শার্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি লায়লুন নাহার স্বেমি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা শিপন মিত্র, নাদের চৌধুরী, আলীরাজ, শিল্পকলার পরিচালক জ্যোতিকা জ্যোতি, কাওছার চৌধুরী, বাচসাচের সাবেক সভাপতি রফিকুজ্জামান সহ অনেকে।
১৯৭৮ সালের ১৭ই মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়। এর গুরুত্ব অনুধাবন করে ডিজিটাল আর্কাইভের ব্যবস্থপনা, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক ভবন নির্মান করে বিশ্ব মানের ফিল্ম আর্কাইভের কার্যক্রম গতিশীল করেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোফাকখারুল ইকবাল বলেন-বঙ্গবন্ধুর ব্যক্তিগত ক্যামেরাম্যান ও প্রয়াত ফটো সাংবাদিক লুৎফর রহমানের ব্যবহারিত কয়েকটি ক্যামেরা, ছবি, নেগেটিভ, ষ্টুডিও সরঞ্জাম তার ছেলে মোস্তাফিজুর রহমান আর্কাইভে জমা দিবেন।
পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।
আমাদের মাতৃভূমি/মাজহারুল