কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় বিপুল পরিমাণ চোরাই চিনি জব্দ করেছে বাঙ্গরা থানা পুলিশ।
বরিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার সময় ০৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নবীয়াবাদ সাকিনের মিজানুর রহমান সরকারের গরুর খামারের সামনে সংচাইল হইতে বাঙ্গরা বাজার গামী পাকা রাস্তার উপর থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত চিনির পরিমাণ ছিলো ১৪৫ বস্তা (৭১০৫ কেজি) ভারতীয় চিনি। যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
আটককৃতরা হলেন ১। মোঃ রনি(২২), (ঢাকা মেট্রো ন-১২-০৬০১ পিকআপের চালক), পিতা-মোঃ সোহেল মিয়া, মাতা-বকুল আক্তার, সাং-কুটি জাজিয়ারা (হাসেনার বাড়ী), হায়দার নগর মাঠ, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ সালাউদ্দিন(৪৭), (নম্বর প্লেট বিহীন পিকআপের চালক), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মৃত মোমেনা খাতুন, সাং-রামচন্দ্রপুর (বাল্লাক), আজিজ উল্লাহ মাস্টার বাড়ী, ০৪নং ওয়ার্ড, শশীদল ইউপি, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।
পুলিশ সূত্র জানায়, এসআই(নিঃ)/মোঃ নাহিদ হাসান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় জরুরি ডিউটিকালীন ইং ২৯/১২/২০২৪ ইং তারিখে বাঙ্গরা বাজার থানাধীন ০৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নবীয়াবাদ সাকিনের মিজানুর রহমান সরকারের গরুর খামারের সামনে সংচাইল হইতে বাঙ্গরা বাজার গামী পাকা রাস্তার উপর দিয়ে গাড়ি দুটি আসতেছিলো, তখন গাড়ি বুঝাই চিনি সহ ড্রাইভার ১। মোঃ রনি(২২), ২। মোঃ সালাউদ্দিন(৪৭), কে থানায় নিয়ে আসি। পরবর্তীতে আমরা অনুমান ১৪৫ বস্তা ভারতীয় চিনি, যাহার ওজন ৭১০৫ কেজি; ২টি পিকআপ গাড়ি সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক বর্ণিত ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করি।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনর্চাজ মাহফুজুর রহমান বলেন, চিনি জব্দ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানার মামলা নং-১৭, তাং-৩০/১২/২০২৪ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়।