ভারতের প্রভাবশালী বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি কিনে নিচ্ছে মহামারির সময় দেশটির পুঁজিবাজারে অভাবনীয় ভালো করা আদানি গ্রুপ। মঙ্গলবার আদানি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে এনডিটিভির শেয়ারের ২৯.১৮ শতাংশ শেয়ার কিনেছে আদানি গ্রুপের সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে। ওই শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি টাকা।
গ্রুপের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১১৪ কোটি টাকায় তারা ভিসিপিএল (বিশ্ব প্রধান কমার্শিয়াল লিমিটেড) কিনে নিয়েছে। এই ভিসিপিএল আবার এএমএলএনের অধীনে। আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে ভিসিপিএলের হাতে থাকা সব শেয়ার তারা কিনেছে। আর ভিসিপিএলের হাতেই রয়েছে এনডিটিভির শেয়ারের একটি বড় অংশ। ফলে কিছুটা বাঁকা পথে আদানি গ্রুপের হাতেই যাচ্ছে জনপ্রিয় এই টিভি চ্যানেলের মালিকানার বড় অংশ।
এনডিটিভি অবশ্য বলছে, সংস্থার শেয়ার বিক্রির যে খবর রটেছে তা ভিত্তিহীন। এনডিটিভির সহযোগী প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংস্থার কোনও শেয়ার বিক্রি হচ্ছে না। মালিকানায় কোনো বদল হচ্ছে না। কোম্পানির ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে রাধিকা ও প্রণয়ের হাতে। তা তাদের হাতেই থাকবে। কেন হঠাৎ কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে গেল তা নিয়ে কোনো ধারণা নেই এনডিটিভির।
রিলায়েন্স গ্রুপের মতো মিডিয়া ব্যবসায় নামার চেষ্টা করছে আদানি গ্রুপও। সোমবার খবর ছড়ায় যে দিল্লির একটি টিভি চ্য়ানেলের বেশিরভাগ শেয়ার কিনছে আদানি গ্রুপ। এর ভিত্তিতে এনডিটিভির শেয়ারের দাম মঙ্গলবার লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়।