ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার চলছে উদ্ধার অভিযান। এই অভিযানে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। তার মধ্যেও প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। যে কারণে মাঝে মধ্যেই মিলছে জীবিত ব্যক্তি উদ্ধারের খবর।
এর মধ্যে ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর তুরস্কে ২ নারীকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে গাজিয়ানতেপ গর্ভনরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফাতেমা দিমির ও মারভা নামে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা বোন।
উদ্ধারের পর ফাতেমা ভূমিকম্পের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একটি স্ল্যাব আমার মাথার উপর পড়লে আমি মাটিতে পড়ে যাই। এ সময় পাশে থাকা আত্মীয় হুরসাকে কাছে টেনে আনার চেষ্টা করি।
স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।