বগুড়ায় র্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলার গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানার মৃত মোবারক আলীর ছেলে।
বুধবার দুপুরের দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার ঠাকুরগাঁ থেকে সিরাজগঞ্জগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করা হচ্ছে।
তখন র্যাব-১২ বগুড়ার একটি টিম অভিযান চালিয়ে গাবতলীর চন্দনবাইশা রোড পাঁচমাইল বাজার এলাকা থেকে জাহিদকে ফেন্সিডিলসহ আটক করে।
এ-সময় তার কাছ থেকে ২৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বহনকারী মোটরসাইকেল, নগদ অর্থ, ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড জব্দ করে র্যাব। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।