যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় পৌর সদরের বি, এম, হাই স্কুল সংলগ্ন হাসপাতাল মোড় থেকে ঝিকরগাছা বাজার পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়কের প্রায় ১কিলোমিটার জুড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল, ঝিকরগাছা বি এম হাইস্কুল, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমি, ঐতিহ্যবাহী সেবা সংগঠন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব।
মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং ঐতিহ্যবাহী সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মুহিব্বুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির সহকারী প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক হাসান খান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য নাহিদ হাসান উজ্জল সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। মানববন্ধনে বক্তারা ঝিকরগাছা উপজেলা মোড় থেকে হাসপাতালের সংযোগ সড়কের মধ্যে তিনটি স্পিড ব্রেকার ও স্থায়ী সমাধানের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এবং হাসপাতালের সংযোগ সড়কের মাঝখানে অবস্থিত মৃত গাছ অপসারণের দাবি জানিয়েছেন।
প্রায় ঝিকরগাছা বাজারে দুর্ঘটনা ঘটে, আজও উপজেলার মোড়ে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আমরা আশাবাদী কর্তৃপক্ষ যথাযথ ব্যাবস্থা গ্রহণ করে, স্থায়ীভাবে সমস্যার সমাধান করবে।