তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের পর এখন চলছে জীবিত ও মৃতদের উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
এরমধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেকে নিজেদের মোবাইল ফোনে ভিডিও করে বাঁচার আকুতি জানিয়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় এক যুবক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তিনি ভিডিওতে সাহায্য চাচ্ছেন। সঙ্গে জিজ্ঞেস করছেন ‘মা তুমি ঠিক আছে?’
“বন্ধুরা, আমরা ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে আটকে আছি। মা! তুমি ঠিক আছো! বল তুমি কি কোথাও আছো। দয়া করা সাহায্য করুন! এরপর নিজের বাড়ির ঠিকানা বলে সে ভিডিওটি শেষ করে দেয়।
পরবর্তীতে ওই যুবক ইনস্টাগ্রামে একটি পোস্টে জানায়, উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেছে। কিন্তু তার মা এখনো নিখোঁজ।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অপর একজন সিরীয় বালকের ভিডিও। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি জানি না। আমি কি বেঁচে থাকব না মরে যাব। এরকম পরিস্থিতিতে থাকা যে কতটা কঠিন এটি কেউ বলে বোঝাতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটি ধ্বংসস্তূপের নিচে। এই পাড়ায় কয়েকটি পরিবার বাস করত। আল্লাহ আমাদের রক্ষা করুক।’
তুরস্কের হাতেইয়ে আরেকজন ব্যক্তি ভিডিও বার্তায় বলেন, ‘যদি আল্লাহকে ভালোবাসেন, দয়া করে আসুন আমাদের রক্ষা করুন।’ ভূমিকম্পে তুরস্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তুরস্কের হাতেই অঞ্চলে। এই অঞ্চলের কয়েকশ বাড়ি ধসে পড়েছে।