জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী কাম নাজিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসধাচরনের অভিযোগ পাওয়া গেছে।
৫/২/২০২৩ / জেলা প্রশাসক বরাবর নাজির রাকিব উদ্দিন পাঠানের বিরুদ্ধ লিখিত অভিযোগ টি দায়ের করেন তাহিরপুরের এক ক্ষুদ্র ব্যাবসায়ী এবং পত্রিকার এজেন্ট শ্যামল বর্মন।
শ্যামল বর্মন বলেন ইউএনও অফিসের নাজির রাকিব উদ্দিন পাটান ০১/০২/২০২৩ ইং তারিখে ২০৩০ বাংলা সনের হাটবাজারের সিডিউল ৫ টা পর্যন্ত বিক্রি করার সময় সিমা নির্ধারন থাকলেও তিনি নিয়ম বহির্ভূতভাবে রাত আট টা পর্যন্ত উৎকুচের বিনিময়ে সিডিউল বিক্রি করেছেন,আমি তাহার প্রতিবাদ করলে তিনি আমাকে অকত্য ভাষায় গালিগালাজ এবং ইউএনও সাহেব কে দিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে দেবে বলে হুমকি প্রধান করেন, আমি নিরীহ মানুষ বিধায় মহামান্য জেলা প্রশাসকের নিকট তার অনিয়ম দুর্নীতি অসদাচরণের বিরুদ্ধে বিচার চেয়ে দরখাস্ত করেছি।
ইউএনও অফিসের অফিস সহকারী নাজির রাকিব উদ্দিন পাঠান বলেন আমার বিরুদ্ধে মিথ্যা বানুয়াট অভিযোগ করেছে আমি তাঁকে কোন গালি গালাজ করিনি।