নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ ৩জন নিহত হয়েছে। সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে প্রাণ যায় রহিম আলী (৪৫)। পরে গুরুতর আহত বিদ্যুৎ আলী (৩২) কাচু আলী (৫০) কে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রামেক হাসপাতালে পৌছলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত ৩জনের বাড়ি সিংড়া উপজেলার কলম পুন্ডরী, নজরপুর গ্রামে। জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাছ কাটার উদ্দেশ্যে ৫জন শ্রমিক সহ অটোভ্যান যোগে চৌগ্রামে রওনা হয়।
সকাল ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক রহিম আলী। এসময় আরও ২জন রাজশাহী মেডিক্যালে যাওয়ার পর মারা যান।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩জন নিহত হয়েছে, আহত অপর ২জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।