হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজি: নং ১৮০৮/৭৫ (১৯৬২-৬৩) বাহুবল উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচছা ও ভালভাসায় বরণ করা হয়েছে।স্হানীয় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাহুবল উপজেলার সভাপতি মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত,মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের৷ সভাপতি বিশিষ্ট দানবীর, সমাজসেবক নিরঞ্জন সাহা নিরু,মিরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ ও জনাব রিংকু দাস,আলিফ সোবহান সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া ও আইয়ুব আলী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া,সানসাইন মডেল হাই স্কুলের পরিচালক ও স্বত্তাধিকারী এম শামছুদ্দিন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাজিদা বেগম।
অনুষ্ঠানে নবাগতদের মাঝে বক্তব্য রাখেন পরিতোষ ভট্টাচার্য(সহ: শিক্ষক, হাবিজপুর সপ্রাবি), ফয়সাল ফেরদৌস(সহ: শিক্ষক, ফতেহপুর সপ্রাবি), সালমা আক্তার(সহ: শিক্ষক, ধনিয়াখালি সপ্রাবি), জান্নাতুল ফেরদৌস(সহ: শিক্ষক, আমতলী সপ্রাবি)।
শিক্ষকদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখেন সমরেশ ভট্টাচার্য (প্রধান শিক্ষক, পশ্চিম ভাদেশ্বর সপ্রাবি), নূরুল হক জামান(প্রধান শিক্ষক, নিজগাও সপ্রাবি),মো: আব্দুল আলী( সহ: শিক্ষক, খাগাউড়া২ সপ্রাবি),আব্দুল হক( সহ: শিক্ষক, ভূগলী সপ্রাবি), আহমদ হাসান(সহ: শিক্ষক, মৌড়ি সপ্রাবি)।
অনুষ্ঠানে ২০১৮ সনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক অমল কুমার ভট্টাচার্য, ২০১৯ সনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা লিপি বেগম(সহ: শিক্ষক, নন্দনপুর সপ্রাবি),২০১৯ সনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষ বিকাশ চন্দ্র দেব, ২০১৭ সনে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা চম্পা ভট্টাচার্য, ২০২২ সনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা তনুশ্রী ভট্টাচার্য্য, ২০২২ সনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আলী আহমদ, ২০২২ সনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হাবিবুর রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিনোদন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিশু নৃত্য শিল্পী শৈলী দেব শ্বেতা ও শিশু নৃত্য শিল্পী অনন্যা বড়ুয়া।
কবিতা আবৃত্তি করেন শিশু আবৃত্তিকার মৌমিতা দাস মিতু ও শিশু আবৃত্তিকার পূর্ণা ভদ্র শর্মি(শিক্ষার্থী ৫ম শ্রেণি, বিষ্ণুপুর সপ্রাবি), গান পরিবেশন করেন শান্তময় সুত্রধরের সহধর্মিণী মৌসুমি সুত্রধর।