বাহুবলে জান্নাত ট্রান্সপোর্ট সার্ভিসের সত্বাধিকারীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা,স্বর্ণলংকার ও গাড়ীর ব্যাটারি নিয়ে যায়। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার ঘরের পাশে দুর্বৃত্তরা চুরি হওয়া ব্যাটারি ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন দৌলতপুর কাওছার মিয়ার বসতঘরে। এ ব্যাপারে কাওছার ও তার স্ত্রী দাবি জানান, গত ৪ জানুয়ারি রাত ৯টার দিকে বিশেষ কাজে বাড়ির বাহিরে চলে যান এবং ওই রাতের ২টার দিকে বাড়িতে পৌঁছেন।
এরই মাঝে কে-বা কারা ঘরের তালা খুলে ভিতরের ওয়ার্ডপ ভেঙে তাতে রক্ষিত নগদ ৯লক্ষ ৪০ হাজার টাকা,দুই জোড়া কানপাশা, ১টি গলার চেইন ও এইচ পিকআপ ভ্যান গাড়ীর ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা বলেন, একই গ্রামের জয়নাল মিয়ার পুত্র আলমগীর ও কালাম মিয়ার পুত্র ফাহিমকে রাতে ঘরের পাশে ঘোরাফেরা করতে শোনার পরবর্তীতে ৫ জানুয়ারি সকালে তাদের কাছে ঘটনাটি জানানোর পর ওইরাতে চুরি হওয়া ব্যাটারিটি ঘরের পাশে পাওয়া যায়। এতে ওদের মাধ্যমে এ ঘটনাটি ঘটাতে পারে বলেও তারা ধারনা করেন।