আজ সোমবার ৬ ই ফেব্রুয়ারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা বাতাবাড়িয়া বিশ্বরোড ও কোটবাড়ি এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নানা অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরাধের সাথে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ক্যাব কুমিল্লার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।