সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাঠিয়ান হাওরের বর্ধীতাংশ ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি।
সোমবার (৬ ই ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের দরুন গ্রাম সংলগ্ন (পিআইসি নং ৭৬,৭৭) ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করা হয়।
ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন একমাত্র বোরো ফসল রক্ষার জন্য হাওর রক্ষা বাঁধ নির্মান করা হচ্ছে। কোন পি আই সি বাঁধের কাজে অনিয়ম কিংবা গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কঠিন ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হাওর রক্ষা বাঁধের চলমান কাজ ২৮ শে ফেব্রুয়ারীর মধ্যে সমাপ্তি হওয়ার কথা রয়েছে।