বাংলাদেশ থেকে অবৈধ ভাবে পোল্যান্ডে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম ওরফে পরাগ (২৯)কে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম পরাগ দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্বপাড়া গ্রামের মোঃ শহীদুল ইসলামের পুত্র। র্যাব জানিয়েছে, অঙ্গিকার বিডি নামক অফিসের ডিরেক্টর পদে পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম পরাগ বিদেশে (পোল্যান্ডে) লোক পাঠানোর কথা বলে সাধারন মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকার করেছে।
আজ দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, এলিট ফোর্স র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রোববার দিবাগত রাত পৌঁনে ৯ টার দিকে উত্তরা পশ্চিম এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বহুরূপী প্রতারক এবং প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম পরাগকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে পরাগ তার কৃতকর্মের বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেছে। এএসপি ফারজানা হক জানান, পরাগ নিজেকে অঙ্গিকার বিডি নামক অফিসের ডিরেক্টর পদে চাকুরী করে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফিসের বড় অফিসার পদে কর্মরত রয়েছে বলে এলাকার নিরিহ লোকজনের কাছ থেকে প্রতারনামূলক ভাবে পোল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত পরাগ এবং তার বন্ধু মিলে একসাথে মিলে বিভিন্ন জনের নিকট হতে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সে টাকা দিয়ে তারা দুই জনই পোল্যান্ডে পাড়ি জমানোর বন্দোবস্ত করে। ইতোমধ্যে তার অপরাপর সহযোগী পোল্যান্ডে পাড়ি জমা কিন্তু তার ভিসা পেতে দেরি হওয়ার ফলে সে অপেক্ষমান থাকা অবস্থায় গতরাতে উত্তরা থেকে র্যাব-৩ এর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।