মদ পান করে প্লেনে উঠে বৃদ্ধার গায়ে প্রস্রাব করা সেই শঙ্কর মিশ্র জামিন পেয়েছেন। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাকে জামিন দেন।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে শঙ্কর মিশ্র নামের এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় গত ৬ জানুয়ারি। মার্কিন বহুজাতিক অর্থনৈতিক সংস্থার ভারতের সহ-সভাপতি ছিলেন অভিযুক্ত শঙ্কর। তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই মার্কিন সংস্থা।
গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-দিল্লির বিমানের বিজনেস ক্লাসে শঙ্কর এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। পরে বাকি যাত্রীরা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। এরপরে কেবিন ক্রু সেই বৃদ্ধাকে কিছু জামাকাপড় দেন। তবে অন্য আসন ফাঁকা না থাকায় সেই প্রস্রাবে ভেজা আসনেই যাত্রীকে বসতে হয়। আসনের ওপর দিয়ে একটি চাদর বিছিয়ে দিয়েছিলেন এক কেবিন ক্রু।
ঘটনার পর ৫ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করা হয়েছিল। নারীর অভিযোগের ভিত্তিতে শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নম্বর ধারার অধীনে মামলা রুজু করা হয়।