ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেল চালক এনজিও কর্মী জুয়েল দাস (৪১) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার রাতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেল চালক মহাসড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মটর সাইকেলে চালককে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনজিও কর্মী জুয়েল দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত এনজিও কর্মী জুয়ল দাস হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পাটুনীপাড়া গ্রামের গৌরাঙ্গ দাসের পুত্র। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জুয়েল দাসের স্ত্রী পলি রানী দাসের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।