আজমিরীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত ৪০টি পুঁজা মন্ডপের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার বিতরণ করা হয়েছে , প্রতিটি পুঁজা মন্ডপে ৫০০ কেজি করে ২০ মেট্রিকটন চাল বিতরণ করেছেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এম.পি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা ছালেহা সুমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য নজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, উপজেলা সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোবারুল হোসেন, শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু সহ দলীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সকল পুঁজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।