গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ জানুয়ারি) পাটগাতী ইউনিয়নের পুবের বিলে জমিগুলোর পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। সাধারণত এ এলাকার জমিগুলো বছরের বেশিরভাগ সময়ই পানির নিচে থাকে। তাই ঠিকমতো চাষাবাদ হয় না।
পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এসব জমিতে ভাসমান সবজি ও অন্য ফসল চাষ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সে ব্যাপারেও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।