রাজধানীর বিমানবন্দর দুই নাম্বার প্ল্যাটফর্মের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দর ২ নাম্বার প্ল্যাটফর্মের সামনে অজ্ঞাতপরিচয় এক যুবক ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রযুক্তির সহায়তায় নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।