কর্মক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদকসহ ৪ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন কোস্ট গার্ডের ৪০ সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অকুতোভয় অবদান, বীরত্ব/সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জনকে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) ও ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০ জনকে, বাংলাদেশ কোস্ট গার্ড পদক-সেবা (বিসিজিএমএস) ও ১০ (দশ) জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক-সেবা (পিসিজিএমএস)” প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২২ সালের ২২ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী পদকপ্রাপ্তরা এ পদক, নগদ এককালীন অনুদান ও মাসিক ভাতা বেতনের সঙ্গে প্রাপ্য হবেন। পদক প্রাপ্তদের এককালীন অনুদান ও মাসিক ভাতা বাবদ ব্যয় বাংলাদেশ কোস্ট গার্ডের বার্ষিক বাজেট বরাদ্দ থেকে নির্বাহ করতে হবে।