বাংলাদেশি ৭ তরুণ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭ হাজারের বেশি তরুণ।
জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার ঢাকায় জাপান দূতাবাস ও ইয়ুথ অপারচুনিটিজ যৌথভাবে বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত সপ্তাহব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতার লক্ষ্য ছিল বাংলাদেশি যুবকদের মধ্যে মজার শিক্ষামূলক কার্যকলাপের মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে আরও সচেতনতা তৈরি করা।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি এবং অন্যান্য অতিথিরা জাপান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জাপানের রাষ্ট্রদূত জাপান ও বাংলাদেশের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগের ওপর জোর দেন।