বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খালিফা আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে মানামার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। দূতাবাস জানায়, সোমবার বাহরাইনের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুলের জন্য জমি বরাদ্দ দেওয়ায় বাহরাইন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ওই জমিতে স্কুল ভবন নির্মাণে বাহরাইন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানান। বাহরাইনের অর্থমন্ত্রী রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।