কালিগঞ্জের পল্লীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শারমিন সুলতানা নামের এক ছাত্রী গলায় রশিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। সে উপজেলার কুশুলিয়া ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলামের কন্যা। সরেজমিন ও থানা সুত্রে জানাগেছে, সোমবার (২৮ নভেম্বর) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় কালিগঞ্জের কুশুলিয়া কলেজিয়েট স্কুলের ছাত্রী শারমিন সুলতানা ফেল করে। এ সংবাদ শুনে সে বারবার মূর্ছা যাচ্ছিলো এবং জ্ঞান হারাতে থাকে। এক পর্যায়ে একটু সুস্থ্য হয়ে উঠলে বিকাল সাড়ে ৪ টার দিকে সকলের অলক্ষে ঘরের আড়ায় রশিতে ঝুঁলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদৃশ্য মেয়ের মাতা দেখতে পেয়ে দ্রুত নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক রামপদকে দেখান। এসময়ে তিনি তাকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে কুশুলিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রমেশ কুমার বিশ্বাস জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬১ জন পাশ করেছে, ১ জন ছাত্রী ফেল করেছে সে এই শারমিন সুলতানা। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হালিমুর রহমান বাবু আত্মহত্যার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।