রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে বিদেশি বিয়ার ও জিপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবু বক্কর সিদ্দিক।
সোমবার (২৮ নভেম্বর) রাতে তেজঁগাও শিল্পাঞ্চল থানার দক্ষিণ কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ক্যান ও জিপসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গণমাধ্যমকে এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকি।
তিনি জানান, তেজঁগাও শিল্পাঞ্চল থানার দক্ষিণ কুনিপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি একটি জিপ গাড়ির মাধ্যমে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারি। পরে অভিযান চালিয়ে করে একটি জিপ গাড়ি তল্লাশি করে ৯৮৪ ক্যান বিদেশি বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেসময় জিপটি জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।