রোববার (৬ এপ্রিল) বিশ্বব্যাপী ঘোষিত এই ধর্মঘটের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ক্লাস, ল্যাব ও অন্য কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী সোমবার ৭ এপ্রিল, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি ) সাধারণ শিক্ষার্থীরা।
এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, ‘একটি জাতিকে যেভাবে বোমাবর্ষণ, ক্ষুধা এবং নিধনের মুখোমুখি করা হচ্ছে, সেখানে নীরব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।’