গাজীপুরে ইয়াবাসহ মো.জালাল (৩৬)
নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম টঙ্গী পশ্চিম থানার মুরুব্বী মার্কেটের কাছে থেকে হারুন অর রশিদের বাড়ির উঠান থেকে ২ শত পিস ইয়াবা সহ শনিবার জালাল কে আটক করা হয়। এ সময় রিপন নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী জালাল শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি নেএকোনা জেলার কেন্দুয়া থানার গইশাশিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম ইয়াবা সহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃত জালাল ও পালিয়ে যাওয়া রিপনের নামে একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় এজাহার দায়ের করা হয়েছে।