১৪-এপ্রিল সোমবার ২০২৫ সকাল ৯টা হইতে ১০ ঘটিকা পর্যন্ত শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে মেইন সড়ক দিয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ভেদেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল,এম এ রেজা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হাসান সেলিম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক রতন তালুকদার,সদস্য হাজী আব্দুল হাসেম ঢালী, সদস্য বিএম মোস্তফা বেপারী,আসলাম হোসেন মাঝি, সেকেন্দার তালুকদার, উজ্জ্বল ভূঁই, পল্টন মাঝি, সেলিম হাওলাদার, মিজান তালুকদার,উজ্জল কাজী, সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন, মঙ্গল শোভাযাত্রা চলাকালীন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।