ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুড়িগ্রাম উলিপুর উপজেলার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। নববর্ষের এই বিশেষ দিনে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং কর্মচারীরা সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদযাপন শুরু হয় সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের তালে তালে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন।
এরপর উপজেলা প্রশাসন  মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী লাঠি খেলা যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা ছিল উপভোগ্য ও রোমাঞ্চকর।
প্রতিটি আয়োজনেই দেখা গেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বে শুরু হয় এবং দিনটির গুরুত্ব ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে উপস্থিত ছিলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান,
জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী  নিত্যানন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার এর সাংবাদিকবৃন্দ ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুড়িগ্রাম উলিপুর উপজেলার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। নববর্ষের এই বিশেষ দিনে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং কর্মচারীরা সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদযাপন শুরু হয় সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের তালে তালে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন।
এরপর উপজেলা প্রশাসন  মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী লাঠি খেলা যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা ছিল উপভোগ্য ও রোমাঞ্চকর।
প্রতিটি আয়োজনেই দেখা গেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বে শুরু হয় এবং দিনটির গুরুত্ব ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে উপস্থিত ছিলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান,
জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী  নিত্যানন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার এর সাংবাদিকবৃন্দ ।