বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর নতুন আশার প্রতীক। ১৪৩২ সালের প্রথম দিনটি হোক ভালোবাসা, শান্তি ও সৃষ্টিশীলতার এক নতুন যাত্রা। আমরা সবাই চায় নতুন বছরটি হোক আরও সুন্দর, সফল ও আনন্দময় এ ধারাবাহিকতায় লংগদুতে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
১৪ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হতে উপজেলার প্রদান প্রদান ফটক পরিদর্শন করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ইসরাফিল, আবুল কালাম আজাদ, সহ উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা কর্মচারী শিক্ষক, শিক্ষার্থী সহ আরোও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন