ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন এ্যাডভোকেট ফরিদুর রহমান গাজীপুরে দখল-দূষণের কবলে বেশিরভাগ নদী-খাল, নিরব ভূমিকায় কতৃপক্ষ গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় হামলা ও ভাঙচুর আহত ২ শ্রমিক গুলশান-বাড্ডা এলাকায় তিনজনকে কুপিয়ে বিপুল টাকা-ডলার-ইউরো ছিনতাই শরীয়তপুর -২ জামায়েত প্রার্থী অধ্যাপক ডাঃ মাহমুদ সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, অতঃপর নিলামে উঠেছে মোংলা বন্দরে আটকে থাকা ৭০টি নামি দামি গাড়ি মাদারীপুর আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমায় যুবক নিহত-১ পটুয়াখালীর কলাপাড়ায় ডাকতি করতে এসে গৃহ বধুকে হত্যা

গুলশান-বাড্ডা এলাকায় তিনজনকে কুপিয়ে বিপুল টাকা-ডলার-ইউরো ছিনতাই

  • প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এসময় ডলার, ইউরোসহ প্রায় কোটি টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। গুলশানের ঘটনায় আহতরা হলেন কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫)। বাড্ডার ঘটনায় আহত হয়েছেন টিপু মিয়া (২২)।

গুলশানের ঘটনায় আহতের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার দুই ভাই মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বাসায় যাওয়ার পথে গুলশান-২ এলাকায় যাওয়া মাত্রই ১০-১২ জনের একটি দল তাদের রাস্তা আটকায়। সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা ডলার, ইউরো ও টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তারা সেখানে চিকিৎসাধীন।

তাদের কাছ থেকে প্রায় ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো ও ৮০ লাখ নগদ টাকা নিয়ে যায় বলে জানান মিন্টু শিকদার।

অন্যদিকে, মেরুল বড্ডা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ টিপু মিয়া (২২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত দুইটার দিকে আনা হয়। তিনিও ঢামেকে চিকিৎসাধীন।

আহতের বন্ধু মো. আজিজ জানান, আমার বন্ধু পেশায় একজন গাড়িচালক। ১২টার দিকে মেরুল বাড্ডা এলাকায় রিকশা দিয়ে যাওয়ার সময় চার-পাঁচজন তার গতিরোধ করে। পরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। পরে তার পেটে ছুরিকাঘাত করে একটি মোবাইল ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়গুলো নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন এ্যাডভোকেট ফরিদুর রহমান

গুলশান-বাড্ডা এলাকায় তিনজনকে কুপিয়ে বিপুল টাকা-ডলার-ইউরো ছিনতাই

আপডেট সময় ০২:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এসময় ডলার, ইউরোসহ প্রায় কোটি টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। গুলশানের ঘটনায় আহতরা হলেন কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫)। বাড্ডার ঘটনায় আহত হয়েছেন টিপু মিয়া (২২)।

গুলশানের ঘটনায় আহতের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার দুই ভাই মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বাসায় যাওয়ার পথে গুলশান-২ এলাকায় যাওয়া মাত্রই ১০-১২ জনের একটি দল তাদের রাস্তা আটকায়। সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা ডলার, ইউরো ও টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তারা সেখানে চিকিৎসাধীন।

তাদের কাছ থেকে প্রায় ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো ও ৮০ লাখ নগদ টাকা নিয়ে যায় বলে জানান মিন্টু শিকদার।

অন্যদিকে, মেরুল বড্ডা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ টিপু মিয়া (২২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত দুইটার দিকে আনা হয়। তিনিও ঢামেকে চিকিৎসাধীন।

আহতের বন্ধু মো. আজিজ জানান, আমার বন্ধু পেশায় একজন গাড়িচালক। ১২টার দিকে মেরুল বাড্ডা এলাকায় রিকশা দিয়ে যাওয়ার সময় চার-পাঁচজন তার গতিরোধ করে। পরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। পরে তার পেটে ছুরিকাঘাত করে একটি মোবাইল ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়গুলো নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।