সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ সভাপতি ও কৃষকলীগ সভাপতি কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সুনামগঞ্জের মধ্যনগরে ২১/০১/২৫ ইং মঙ্গলবার মধ্যনগর থানাধীন মহিষখলা ও চাপাইতি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আইন উদ্দিন ( ৪১) এবং মোশাররফ হোসেন (৪১) নামে তৎকালীন সরকারের দোসর দুই জন নেতাকর্মী আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় , আসামি আইন উদ্দিন পিতা – আঃ হামিদ ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং আসামি মোশাররফ হোসেন , পিতা- মৃত একিন আলী ২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি । আরো জানা যায় গত নভেম্বরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন রাজনৈতিক মামলা হেতু তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।