বনপাড়া-পাবনা মহাসড়কের নাটোরের লালপুরের কদিমচিলানে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেন চন্দ্র মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতন কুমারের ছেলে স্বপন কুমার (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। সম্পর্কে তারা তিন বন্ধু। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। কদিমচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।ট্রাকটি আটক করেছে পুলিশ। ট্রাকের চালক ও হেলপার পলাতক।
সংবাদ শিরোনাম ::
নাটোরে লালপুর মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
- মোঃ এস এম আয়নুল হক
- আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- ৫১৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ