নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাতে মান্নানসহ কয়েকজন রামশারকাজীপুর এলাকার একটি পুকুরের কাছে যায়। এসময় ঐ পুকুরের পাহারাদার চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এসময় সঙ্গীরা পালিয়ে গেলেও পাশের এলাকা কাসোবাড়িয়ায় আব্দুল মান্নান ধরা পড়েন। এসময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। ঘটনার বিষয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল কিনা প্রশ্ন করলে তিনি জানান, ভোররাতে পুলিশের একটি টিম সেখানে যায় পুলিশ উপস্থিত হওয়ার পর আব্দুল মান্নান এর স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে তার স্ত্রীর হাতে আব্দুল মান্নানকে তুলে দিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী সহ মান্নানের স্ত্রী মান্নানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
লডাঙ্গায় মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
- প্রতিবেদক
- আপডেট সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৫০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ