রিয়াজ ফরাজি শুদ্ধধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় বোরহান উদ্দিন সাংস্কৃতিক সংসদ কমিটি গঠন করা হয়। উপজেলায় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ২০২৫-২০২৬ সেশনের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম রাসেল এবং সহকারী পরিচালক নাজিবুল্লাহ মীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ এর প্রধান উপদেষ্টা, মাওলানা মাকসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক আব্দুল আজিজ, আলহেরা শিল্পীগোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক বিল্লাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদুর রহমান বলেন,সুস্থ ও মননশীল সংস্কৃতির আলোয় আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ(বোসাস)। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের ইসলামী সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এসময় তিনি মানুষের জীবনে সাংস্কৃতির এর গুরুত্ব তুলে ধরেন। সুস্থ সংস্কৃতি গতিশীল ও সমৃদ্ধ করার জন্য সর্বোপরি সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ কমিটি গঠন
- রিয়াজ
- আপডেট সময় ০৭:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৫১৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ