মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় শরিষার ক্ষেতের মনোরম সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভয়ংকর রাসেল ভাইপারের দেখা মিলেছে। স্থানীয় দর্শনার্থীদের চোখে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানায় শরিষার ক্ষেত ঘুরতে গিয়ে একটি বড় আকারের রাসেল ভাইপার দেখতে পান দর্শনার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা চিৎকার করে আশপাশের মানুষকে সতর্ক করেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে সেখান থেকে মোবাইল ফোনে সরাসরি ভিডিও ধারণ করা হয়।
ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের রাসেল ভাইপারটি শরিষার পাতার নিচে লুকিয়ে ছিল। উপস্থিতির বিষয়টি টের পাওয়ার পর সাপটি ক্রমশ নড়াচড়া করতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের বিষধর সাপ সাধারণত গ্রামের ঝোপঝাড় এবং ক্ষেতখোলায় আশ্রয় নেয়। রাসেল ভাইপার বাংলাদেশের অন্যতম বিষাক্ত সাপ। এর কামড়ে মৃত্যু ঝুঁকি অনেক বেশি।