“ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক পুলিশ পরিচয়ে রাস্তায় অটোরিক্সার গতিরোধ করিয়া নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ০১ জন এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার।
আজ ২০/০১/২০২৫খ্রিঃ তারিখ জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপারের সার্বিক দিক নিদের্শনায় মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ শান্ত (২৩), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-উত্তর চরপাতা (কলিয়া মুন্সি পুরান বাড়ি), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেন।
ধৃত আসামীর সহযোগি পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।