ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শহিদ মিনারে সমাবেশ ডেকেছে জাতীয় বিপ্লবী পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আগামী শনিবার ‘নাগরিক সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব হাসান মোহাম্মদ আরিফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।’

সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শহিদ মিনারে সমাবেশ ডেকেছে জাতীয় বিপ্লবী পরিষদ

আপডেট সময় ০৫:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আগামী শনিবার ‘নাগরিক সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব হাসান মোহাম্মদ আরিফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।’

সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।